নাইজেরিয়ার গির্জায় নিহত ৩১

ভয়াবহ ও মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে থাকল আফ্রিকার দেশ নাইজেরিয়া। দেশটির দক্ষিণাঞ্চলীয় পোর্ট হারকোর্ট শহরের একটি গির্জায় পদদলিত হয়েছে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শনিবার (২৮ মে) দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে ওই গির্জায় খাবার খেতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গির্জায় ওই অনুষ্ঠানে খাবার দেওয়া হয়। গির্জায় আসা শত শত মানুষ ধাক্কাধাক্কি শুরু করে। এতে গির্জার একটি গেট ভেঙে যায়। এ কারণে পদদলনের ঘটনা ঘটে।
রিভার রাজ্যের পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার ভোরে অনুষ্ঠানে আসা শত শত মানুষ খাবারের জন্য অপেক্ষায় ছিলেন। তাদের কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করেন। এতে গির্জার গেট ভেঙে যায়। এসময় কয়েকজন মাটিতে পড়ে গেলে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনায় নিহত এবং আহতদের উদ্ধার করে হারকোর্ট সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে হতাহতের বেশিরভাগই শিশু বলে সিএনএনের খবরে বলা হয়েছে।